নাবালিকাকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন এক প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসী

Spread the love
নাবালিকাকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এক প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসী। বুধবার তাঁর ১৬ বছরের জেল হেফাজতের সাজা ঘোষণা করেছে ব্যাংককের ক্রিমিনাল কোর্ট।
বৌদ্ধ সন্ন্যাসীদের বিরুদ্ধে মহিলা শিষ্যদের হেনস্থা করার অভিযোগ বহু পুরনো। কিছুদিন আগে দলাই লামা জানিয়েছিলেন এই অভিযোগের কথাওনেকদিন ধরেই জানেন তিনিও। দলাই লামার বক্তব্য প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গেছিল সমগ্র বিশ্বে। এ বার এ হেন ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে সাজা পেলেন এক প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসী। প্রতিটি অপরাধের জন্য ৮ বছর করে মোট ১৬ বছর জেলা হেফাজতের সাজা ঘোষনা হয়েছে প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসী উইরাপল সুকফলের বিরুদ্ধে। যদিও ৩৯ বছরের ওই বৌদ্ধ সন্ন্যাসী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
থাইল্যান্ডের সিসাকেত প্রদেশের খানতিথাম মনাস্ট্রির বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন সুকফল। শুধু নাবালিকাদের অপহরণ এবং ধর্ষণ নয় টাকাপয়সা নয়ছয় করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। আর্থিক তছ্রুপের দায়ে ইতিমধ্যেই ২০ বছরের জন্য জেল খাটছেন এই প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসী।  নতুন করে ১৬ বছরের জেল হেফাজতের সাজা মেলায় হিসেব বলছে ৩৬ বছর জেলের গরাদের পিছনেই কাটবে তাঁর।
জানা গিয়েছে, অভিযোগ প্রকাশ্যে আসার পর ২০১৩ সালে আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন সুকফল। এরপরে ২০১৭ সালেr জুলাই মাসে মার্কিন প্রশাসন তাঁকে থাইল্যান্ডের হাতে হস্তান্তর করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*