প্রয়াত হলেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের শিল্পী আইয়ুব বাচ্চু

Spread the love

প্রয়াত হলেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের শিল্পী আইয়ুব বাচ্চু। বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কোয়ার হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তাঁর স্বজনরা জানান, সকালে ধানমন্ডির বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন আইয়ুব বাচ্চু। ঢাকার স্কোয়ার হাসপাতালে সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদ। আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বাচ্চুর সংগীতজগতে যাত্রা শুরু হয় ১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে। তার কণ্ঠের প্রথম গান- ‘হারানো বিকেলের গল্প’। গানটির কথা শহিদ মাহমুদ জঙ্গীর। ১৯৮০ থেকে ১৯৯০ সালে তিনি সোলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮৬ সালে প্রকাশিত ‘রক্তগোলাপ’ আইয়ুব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম। এই অ্যালবামটি তার জীবনে সফলতা বয়ে না আনলেও ১৯৮৮ সালে তার দ্বিতীয় একক অ্যালবাম ‘ময়না’ তার জীবনে সফলতার দ্বার উন্মোচন করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*