অবশেষে আদালতে এসে আত্মসমর্পণ করলেন বিএসপি সাংসদের ছেলে অনীশ পাণ্ডে

Spread the love
দু’দিন ধরে খোঁজ চলছিল তাঁর। সন্ধান না পেয়ে বুধবার আদালতের জারি করা জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা হাতে পেয়ে ‘লুক আউট’ নোটিস জারি করে দেয় দিল্লি পুলিশ। কথায় বলে ঠেলার নাম বাবাজি! অবশেষে আদালতে এসে আত্মসমর্পণ করলেন বন্দুক হাতে নিয়ে দিল্লির পাঁচ তারা হোটেলের বাইরে হুমকি দেওয়া প্রাক্তন বিএসপি (বহুজন সমাজবাদী পার্টি) সাংসদের ছেলে অনীশ পাণ্ডে।
বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে তিনি আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার থেকেই একটি ভিডিও ফুটেজ নিয়ে তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। দেখা যায় উত্তরপ্রদেশের এক প্রাক্তন সাংসদের ছেলে দিল্লির হায়াত রিজেন্সির সামনে এক যুগলকে ধমকাচ্ছেন। হাতে বন্দুক। দশ সেকেন্ডের ওই ফুটেছে দেখা যায়, হোটেলের নিরাপত্তারক্ষীরা তাকে শান্ত করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না।
বুধবার দিল্লি পুলিশের সদর দফতরে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। তাতে তিনি লেখেন, “আমি এবং আমার বান্ধবী হায়াতের রেস্ট রুমে ছিলাম। গোলাপি প্যান্ট পরা যুবক এসেই আমায় বলতে শুরু করে এক্ষুণি উঠে যেতে হবে। পাশে ওর কয়েকজন বান্ধবীও ছিল। তারাও হাসাহাসি করছিল। আমি তখন বলি আমার তো বুকিং আছে। তখনই পকেট থেকে বন্দুক বের করে বলে, বেশি কথা বললে গুলি করে দেব। আমি অনুরোধ করি এরকম করবেন না। কারণ আমার কাছে প্রাণে বাঁচাটা অনেক জরুরি ছিল। আমার একটি ছোট্ট সন্তান আছে। আমি হাত জোড় করি…”
বৃহস্পতিবার নিজের ‘সাফাই’ দিতে একটি ভিডিও পোস্ট করেছে অনীশ। যাতে তিনি বলছেন, “আমাকে অযথা ফাঁসানো হচ্ছে। আমি কাউকে হুমকি দিইনি। সিসিটিভি ফুটেজ দেখলে পরিষ্কার হয়ে যাবে কে আমায় হুমকি দিয়েছিল। ওই যুবকের সঙ্গে যে মহিলা ছিলেন তিনি আগে আমায় ধাক্কা মেরেছিলেন। আর আমি বন্দুক দিয়ে ওঁদের ভয় দেখাইনি। বন্দুক সারাক্ষণ আমার সঙ্গে থাকে আত্মরক্ষার জন্য। এটি লাইসেন্সধারী বন্দুক।” অনীশের আরও দাবি, তাঁর বান্ধবী যখন লেডিস টয়লেট থেকে বেরচ্ছিলেন, ওই যুবক নাকি তাঁকে উদ্দেশ করে অশ্লীল মন্তব্য করেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*