আধারের জেরেই মোবাইল কানেকশন বিচ্ছিন্ন হতে বসেছে একাধিক গ্রাহকের, পড়ুন!

Spread the love
একসময় আধার সংযুক্তিকরণ নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ, কিন্তু সেই আধারের জেরেই মোবাইল কানেকশন বিচ্ছিন্ন হতে বসেছে একাধিক গ্রাহকের ।
এক বছর আগেই মোবাইল সিম কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছিল টেলিকম দফতর কিন্তু শীর্ষ আদালতের নির্দেশে বায়োমেট্রিক নথিভুক্তিকরণের উপর নিষেধাজ্ঞা জারি হয় যার ফলে প্রায় ৫০ কোটি গ্রাহককে পুনরায় KYC নথিভুক্তিকরণ করাতে হতে পারে নতুবা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে মোবাইল পরিষেবা ।
যদিও এই বিষয়টি নিয়ে টেলিকম দফতরকে ইতিমধ্যেই বিশেষ নির্দেশ দিয়েছে কেন্দ্র । গ্রাহকদের KYCএর জন্য যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র । এই বিষয়ে খুব শীঘ্রই এক নয়া নির্দেশিকা জারি করতে পারে কেন্দ্র । নতুন কানেকশন নেওয়ার জন্য সরকারের নির্দেশে আধার সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক, কিন্তু পুরনো গ্রাহকদের আধার বিষয়ক তথ্য আর গণ্য না হওয়ার কারণে মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার ভাল সম্ভাবনাই রয়েছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*