এবার উমার কৈলাসে ফেরার পালা

Spread the love
আজ ঊমার বিদায় নেওয়ার পালা ৷ শুক্রবার প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব ৷ উৎসব শেষে বিষাদের সুর। মণ্ডপে-মণ্ডপে চলছে সিঁদুরখেলা, মিষ্টিমুখ ৷ চলছে শুভেচ্ছা বিনিময় ৷ এবার কৈলাসে ফিরবেন উমা। এরপর আবারও একবছরের অপেক্ষা ৷ বিশুদ্ধ পঞ্জিকামতে, দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে পৃথিবীতে এসেছেন এবার কৈলাসে ফেরার পালা।
ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। আজ বিজয় দশমী। বনেদি থেকে বারোয়ারি। এবার বিসর্জনের পালা। ভাল নেই মন। ফের অপেক্ষা এক বছর। শহরের বিভিন্ন ঘাটে প্রস্তুতি। দুই বাংলার প্রতিমা বিসর্জনের আগে সেজে উঠেছে টাকিও।
দশমী মানেই মিষ্টিমুখ। বিজয়ার মিষ্টি শুভেচ্ছা। এ বছরও ছবিটা বদলায়নি। প্রতি বছরের মতো এবারও  দশমীর সকালে মিষ্টির দোকানে লম্বা লাইন। মিষ্টি হাতে বাড়ি ফিরছেন কর্তারা। মিষ্টি দোকানেও চূড়ান্ত ব্যস্ততা। দশমীর জন্য তৈরি হয়েছে স্পেশাল মিষ্টি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*