বিশেষ কর্মসংস্থান আইনের পরিবর্তন আনার পরিকল্পনা করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার । এই পরিকল্পনার জেরেই H-1B ভিসাধারী কর্মরত ভারতীয়রা রয়েছে উদ্বেগে। মূলত তথ্য প্রযুক্তি সংস্থাগুলিতে কর্মরত ভিসাধারীদের উপরই এর প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ভারতীয়রা এই ভিসার অধিকারী হন। এই ভিসার মাধ্যমেই মার্কিন সংস্থাগুলি অন্য দেশের কর্মীদের ওয়ার্ক পারমিট অর্থাৎ যুক্তরাষ্ট্রে থেকে কাজ করার অনুমতি পেয়ে থাকে। মূলত প্রযুক্তি বিষয়ক কোম্পানিগুলিই এই ভিসা দিয়ে থাকে।
মার্কিন সরকারের স্বরাষ্ট্র নিরাপত্তা দফতর জানিয়েছে জানুয়ারি ২০১৯ এই বিষয়ক এক নয়া বিবৃতি জারি করবে মার্কিন প্রশাসন। এই বিবৃতিতে বিশেষ কর্মসংস্থান আইন সম্বন্ধীয় বেশ কিছু আইনে বদলের প্রস্তাব আনতে চলেছে ট্রাম্প সরকার।
Be the first to comment