তালিবান জঙ্গিদের একের পর এক গুলিতে ঝাঁঝড়া হলেন আব্দুল রাজিক

Spread the love
আফগাননিস্তানে তালিবানদের সবচেয়ে বড় ভয়ের নাম জেনারেল আবদুল রাজিক। বার বার হামলা চালিয়েও কোনওদিনই তাকে হত্যা করতে সফল হয়নি তালিবান। এবার আর নিশানার বিচ্যুতি ঘটেনি।বৃহস্পতিবার তালিবান জঙ্গিদের একের পর এক গুলিতে ঝাঁঝড়া হোলেন রাজিক। বড় বড় হরফে নিজেদের ওয়েবসাইটে রাজিককে হত্যার খবর ঘোষণা করল তালিবান।
কে এই আবদুল রাজিক-? সূত্রের খবর, কান্দাহারে তালিবানদের একা হাতেই আটকেছেন রাজিক। বহু বছর ধরে কান্দাহার পুলিশ চিফের দায়িত্ব ছিলেন। কয়েক হাজার তালিবান জঙ্গিকে রাজিক একাই হত্যা করেছেন। জেলের টর্চার সেলে রাজিকের অকথ্য অত্যাচার চলত তালিবান জঙ্গিদের উপর। তাই আফগানিস্তান তালিবান জঙ্গি সংগঠেন “টর্চার ইন চিফ” নামে কুখ্যাত ছিলেন রাজিক। বহুবার তাঁকে হত্যার ছকও কষে তালিবান। কিন্তু কোনও না কোনও ভাবে নিজেকে বাঁচাতে সফন হচ্ছিলেন রাজিক। এবার আর পারলেন না। জঙ্গিদের গুলিতে ৩৯ বছর বয়সে নিহত হোলেন জেনারেল রাজিক।
১৯৯৪ সালে রাজিকের চোখের সামনে তার বাবার শিরোচ্ছেদ করে তালিবানরা। সেই প্রতিশোধ নিতেই তালিবানদের ত্রাস হয়ে ওঠেন রাজিক। মার্কিন সেনাদের সঙ্গে হাত মিলিয়েই তালিবান নিধনে নামেন তিনি। কান্দাহারবাসীদের বড় ভরসার নাম আবদুর রাজিক। নীরক্ষর রাজিককে তাই প্রশাসনিক পদ দেয় আফগান প্রশাসন। কান্দাহার পুলিশ প্রধান হিসেবে নিজের দায়িত্বে তিনি অনড় ছিলেন। তালিবানরা তাঁকে কোনওভাবেই হত্যা করতে পারবে না, রাজিকের এই আত্মবিশ্বাসই কাল হয়ে দাঁড়াল। নিরাপত্তার ঢিলেমির জেরেই রাজ্জিককে একেবারে সামনে থেকে গুলি করে হত্যা করল তালিবান জঙ্গিরা।
আফগানিস্তানে সামনেই ভোট। তার আগে কান্দাহার রক্ষকারী রাজিকের মৃত্যু বড় ক্ষতি বলে মনে করছে আফগান প্রশাসন। তালিবান তাণ্ডব আরও বাড়ার আশঙ্কায় কান্দাহারবাসীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*