২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। উত্তরাখণ্ড পৃথক রাজ্য হওয়ার আগে উত্তরপ্রদেশে তিন বার মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন তিওয়ারি। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ছিলেন তিনি। রাজ্যপাল থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েন ,গত বছর ব্রেন স্ট্রোক হওয়ায় দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। এক বছর ধরেই হাসপাতালে শয্যাশায়ী ছিলেন তিওয়ারি।
সক্রিয় কংগ্রেসি তিওয়ারি নিয়ে বিতর্কও কম ছিল না। অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল থাকাকালীন একটি বিস্ফোরক ফুটেজ প্রকাশ্যে আসে। যেখানে মহিলাদের সঙ্গে তিওয়ারিকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। রাজভবনে নিজের ঘরেই মহিলাদের সঙ্গে ছিলেন তিওয়ারি। পরবর্তীকালে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। সেইসময় বিতর্ক তাঁকে ঘিরে ধরলেও নিজের দাবিতে তিনি অনড় থাকেন।
অবশ্য, উত্তরাখণ্ডের উন্নয়নে তিওয়ারির অবদান অনস্বীকার্য বলে মনে করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশিষ্টরা। তিওয়ারির মৃত্যু বড় ক্ষতি বলে টুইট করেছেন উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত। এনডি তিওয়ারির মৃত্যুতে তিন দিন শোক প্রকাশের সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার।
ডক্টঃ বিধানচন্দ্র রায়ের মত জন্মদিনেই মৃত্যু। তিনিও প্রাক্তন মুখ্যমন্ত্রী।দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন, অবশেষে নিজের ৯৩ তম জন্মদিনেই প্রয়াত উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন ডি তিওয়ারি। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
এক বছর ধরে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন তিওয়ারি। গত কয়েকদিনেল তাঁর অবস্থার অবনতি হয়, জ্বর ও নিমুনিয়া নিয়ে আইসিইউতে ভর্তি হতে হয়। বৃহস্পতিবার সকাল থেকে তিওয়ারি চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন।
Be the first to comment