রাম মন্দির নির্মাণে দেরি হওয়ার অভিযোগ তুলে বিজেপিকে আক্রমণ করলো শিবসেনা

Spread the love
অযোধ্যায় রাম মন্দির নির্মাণে দেরি হওয়ার অভিযোগ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ করল শরিক দল শিবসেনা। আগেও এই প্রসঙ্গ তুলে বিজেপির সমালোচনা করেছে শিবসেনা। এবার বিজয়া দশমী উপলক্ষে মুম্বইয়ের শিবাজি পার্কে আয়োজিত শিবসেনার বার্ষিক সভায় আরও সুর চড়িয়ে সেনাপ্রধান উদ্ধব ঠাকরে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, “আপনি বিদেশে যেতে পারেন অথচ  অযোধ্যায় যেতে  পারেন না।” মন্দির নির্মাণে ‘দেরি’ হচ্ছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, “হয় আপনি প্রত্যাশা পূরণ করুন নয়ত মেনে নিন অন্যগুলির মতো এটিও মিথ্যা প্রতিশ্রুতি ছিল।”
উদ্ধব ঠাকরের দাবি, বিজেপি অযোধ্যায় মন্দির তৈরির কথা বললেও তা কবে হবে, নির্দিষ্ট করে বলে না কখনওই। ওই একই অনুষ্ঠানে শিবসেনাপ্রধান ছাড়াও, রাম মন্দির প্রসঙ্গে সুর চড়ান সঙ্ঘ চালক মোহন ভগবতও। জানান, মোদী সকারের উচিত  রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে আইন তৈরি করা। ঠাকরে এ দিন বলেন, “আমি ২৫ নভেম্বর অযোধ্যা যাব। আমরা প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে জিগ্যেস করব। আমাদের সঙ্গে তো প্রধানমন্ত্রীর শত্রুতা নেই। তবে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা হবে, সেটাও আমরা মেনে নিতে পারি না।”
রাম মন্দির মূল প্রসঙ্গ হলেও, এদিনের বক্তব্যে আরও কয়েকটি বিষয়কে সামনে রেখে মোদী সকারের তীব্র সমালোচনা করেন উদ্ধব। তাঁর কথায়, রবিশঙ্কর প্রসাদ (কেন্দ্রীয় মন্ত্রী) বলেন,  মুদ্রাস্ফীতি বা তেলের দাম সরকার নিয়ন্ত্রণ করে না। আমার প্রশ্ন, তা হলে আপনাদের হাতে কী আছে ? আপনারা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেন না।  নারীদের সুরক্ষাও  সুনিশ্চিত করতে  পারেন না। 
পাশাপাশি বিজেপির বিরুদ্ধে দেশের লোকেদের মিথ্যা বলার অভিযোগও তোলেন উদ্ধব। তাঁর কথায়, “বিজেপির মিথ্যা কথার জেরে  দেশ আগ্নেয়গিরির চেহারা নিয়েছে । সেটা যে দিন ফাটবে সে দিন  আর বিজেপি ক্ষমতায় ফিরতে পারবে না। এই  মিথ্যা কথাই বিজেপিকে ক্ষমতাচ্যুত করবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*