রাজ্যের নাম বাংলা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আপত্তি তুললো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

Spread the love

রাজ্যের নাম বাংলা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আপত্তি তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাদের মতে, বাংলা নামে বাংলাদেশের নামের সঙ্গে মিল রয়েছে। আন্তর্জাতিক স্তরে দুই দেশকে আলাদা করায় সমস্যা দেখা দেবে। তাছাড়া, কোনও রাস্তা বা শহরের নাম বদলের মতো বিষয় এটা নয়। কোনও রাজ্যের নাম বদলাতে হলে সংবিধান সংশোধন করতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের প্রস্তাবটি বিদেশমন্ত্রকের কাছে পাঠাবে। তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের একটি খসড়া প্রস্তাব তৈরি করা হবে।

মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদে সংশোধনী বিলের জন্য তা পাঠানো হবে। সংসদে পাস হলে তা যাবে রাষ্ট্রপতির কাছে। ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক নানা কারণ দেখিয়ে গত জুনে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের নামবদলের সুপারিশ করে। তাদের মতে, পশ্চিম শব্দটা দেশভাগের স্মৃতিকে মনে করায়। তাছাড়া ডবলিউ দিয়ে নামের শুরু হওয়ায় মুখ্যমন্ত্রীদের বৈঠকে সবার শেষে ওয়েস্ট বেঙ্গলকে ডাকা হয়, এমন যুক্তিও দেওয়া হয়েছিল। ২০১৬ সালে রাজ্য বিধানসভায় বাংলা নামটি পাস হয়েছিল। সেসময় বাংলায় বাংলা, হিন্দিতে বঙ্গাল ও ইংরেজিতে বেঙ্গল করার প্রস্তাব ছিল। এক রাজ্যের তিনটি নাম হয় না এই যুক্তিতে কেন্দ্র সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*