পেট্রোলে ২৪ পয়সা আর ডিজেলে ১০ পয়সা দাম কমল। গত দুমাস টানা বাড়ার পর সামান্য স্বস্তি আম আদমির। দিল্লিতে পেট্রোল হয়েছে ৮২ টাকা ৩৮ পয়সা। বৃহস্পতিবার তা ছিল ৮২ টাকা ৬২ পয়সা। ডিজেল হয়েছে ৭৫ টাকা ৪৮ পয়সা। মুম্বইয়ে পেট্রোল ৮৭ টাকা ৮৪ পয়সা, ডিজেল ৭৯ টাকা ১৩ পয়সা। কলকাতায় পেট্রোল লিটারে ৮৪ টাকা ২১ পয়সা, ডিজেল ৭৭ টাকা ৩৩ পয়সা। গত একমাসে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সবথেকে কমের কাছাকাছি পৌঁছনোয় এই দর কমানো। ৫ অক্টোবর কেন্দ্র জ্বালানি তেলে আড়াই টাকা ছাড় দিয়েছিল। বিভিন্ন রাজ্যও ভ্যাট কমিয়ে দিয়েছিল। তার আগে পেট্রোল বেড়েছিল লিটারে ৬ টাকা ৮৬ পয়সা, ডিজেল ৬ টাকা ৭৩ পয়সা। তবে পরের কটা দিন দামবৃদ্ধিতে সেই ছাড় ধুয়েমুছে গিয়েছে।
Be the first to comment