অমৃতসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৫০; আহত ২০০-এরও বেশী মানুষ, শোকপ্রকাশ মমতার

Spread the love

অমৃতসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৫০ জন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা ৷  ঘটনাস্থল অমৃতসরের জোরা ফটক এলাকায় ৷ প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দশেরা উপলক্ষ্যে অমৃতসরের চৌরা বাজারের জোরা ফটকে চলছিল রাবণ বধের অনুষ্ঠান ৷ রেল লাইনের পাশেই চলছিল দশেরা উৎসব ৷ সেই সময় দশেরার অনুষ্ঠান উপভোগ করতে শ’য়ে শ’য়ে মানুষ দাঁড়িয়ে ছিলেন রেল লাইনের থেকে কিছুটা দূরে ৷ রাবণ বধের অনুষ্ঠান ঘিরে উত্তেজনা তুঙ্গে ৷ তির দিয়ে রাবণের গায়ে আগুন লাগাতেই বাজি ফাটতে শুরু করে ৷ আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে এদিক-ওদিক ৷ আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় ৷ আগুনের ফুলকির ভয়ে প্রায় ৫০০-৭০০ জন রেল লাইনে চলে আসে ৷ কিন্তু সেই সময়ই আপ এবং ডাউন দুই লাইনেই চলে আসে ট্রেন ৷ জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ডিএমইউ এবং অমৃতসর-হাওড়া মেল একসঙ্গে চলে আসে ৷ যার জেরে পালাতে পারেননি কেউ ৷ দু’টি ট্রেনের তলায় চাপা পড়ে যান অনেকে ৷ ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে ছিটকে পড়ে দেহ ৷

শেষ অবধি পাওয়া খবর অনুযায়ী, অন্ততপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন ৷ যাদের অবস্থা আশঙ্কাজনক ৷ ২০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ এদিকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে পাঞ্জাব সরকার।

ঘটনার পর উদ্বেগপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*