দুর্গা পুজোর আগে রাজ্যবাসীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ঘূর্ণিঝড় ‘তিতলি’। যদিও পঞ্চমীর মধ্যেই যাবতীয় আক্রোষ ঝেড়ে ফেলে বিদায় নিয়েছিল সে। এ বার লক্ষ্মীপুজোর আগে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এ বার আর কোনও ঘূর্ণিঝড় নয়। সৌজন্যে নিম্নচাপ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৩ অক্টোবর উত্তর আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিম্নচাপের জেরেই লক্ষ্মীপুজোর আগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্য জুড়ে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সিকিম সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও হতে পারে বৃষ্টি। মূলত, হিমালয়ের পাদদেশের জেলা অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় হাওয়া অফিস।
তবে এর মধ্যেও স্বস্তির বার্তা রয়েছে রাজ্যবাসীর জন্য। কারণ নিম্নচাপটি বিশেষ শক্তিশালী হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে। এ ছাড়াও এই বছরের জন্য রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। তাই নিম্নচাপকে আলাদা করে শক্তি যোগানোর মতো কোনও পরিস্থিতি তৈরি হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, অরুনাচল প্রদেশ, মিজোরাম, আসাম, মেঘালয়, ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মৌসম ভবন।
Be the first to comment