ইতিহাসের নজির দিয়ে সাংসদ সুখেন্দুশেখর রায় রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে তুলে ধরলেন, ভারত বরাবরই চায়, সারা বিশ্ব পরমাণু অস্ত্রমুক্ত হোক। অন্যান্য দেশেরও উচিত তাকে অনুসরণ করা ।
সুখেন্দুবাবু বলেন, ১৯৫৪ সালে, ভারত রাষ্ট্রসঙ্ঘে প্রস্তাব দিয়েছিল, বিশ্বে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে। পরমাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি সমানভাবে মেনে চলতে হবে সব দেশকেই।
১৯৭৮ সালে ভারত পরমাণু অস্ত্রের বিপদের দিকগুলি বিশ্বের সামনে ব্যাখ্যা করে প্রস্তাব দেয়, এই বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন করা হোক। ১৯৮৮ সালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে ভারত ‘রাজীব গান্ধী অ্যাকশন প্ল্যান’ পেশ করে। তাতে বলা হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে সব পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলতে হবে।
২০০৭ সালে ফের ভারত প্রস্তাব দেয়, ধাপে ধাপে নিরস্ত্রীকরণের উদ্যোগ নেওয়া হোক। সে অঙ্গীকার করে, কোনও অবস্থায় প্রথমে পরমাণু অস্ত্র প্রয়োগ করবে না। পরমাণু পরীক্ষার ক্ষেত্রেও স্বেচ্ছা আরোপিত নিয়ম মেনে চলবে।
সুখেন্দুবাবু ভাষণের শেষে বলেন, নিরস্ত্রীকরণ নিয়ে ভারতের প্রস্তাবগুলি কার্যকর করার জন্য রাষ্ট্রসঙ্ঘের সব সদস্য রাষ্ট্র ভূমিকা নিক। ভাষণ শেষ হওয়ার পরে তাঁকে অভিনন্দন জানান রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন। এছাড়াও দেশ-বিদেশের একাধিক কূটনীতিকও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
Be the first to comment