ড্রেন পরিষ্কার করতে নেমে মৃত্যু হয়েছে এক সাফাই কর্মীর। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দুমন রায়(৩২)।
রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি জল বোর্ডের অধীনে থাকা ওই ড্রেন পরিষ্কার করতে নামেন বিহারের কাটিহারের বাসিন্দা দুমন। সঙ্গে ছিলেন আরও তিনজন শ্রমিক। সাড়ে সাতটা নাগাদ মৃত্যু হয় তাঁর। স্থানীয় শালিমারবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান দুমনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দিল্লি পুলিশের কমিশনার (উত্তর-পশ্চিম) এ কে লাল জানিয়েছেন, জাহাঙ্গিরপুরী এলাকায় নিকাশি ব্যবস্থা ভালো করার জন্য কে কে স্পান ইন্ডিয়া লিমিটেড নামের এক সংস্থাকে কনট্রাক্ট দিয়েছিল দিল্লি জল বোর্ড (DJB)।
ঠিক কী কারণে মৃত্যু হয়েছে ওই সাফাই কর্মীর তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বর মাসেই দিল্লির মোতিনগরে মৃত্যু হয়েছিল পাঁচ সাফাই কর্মীর। ড্রেন পরিষ্কার করতে নেমে বিষ্কত গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করেছিল ওই পাঁচজনের। আর সেই কারণেই মৃত্যু হয়েছিল তাঁদের। দুমন রায়ের মৃত্যুর পিছনেও এই ধরণের কোনও ঘটনা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
Be the first to comment