পঞ্জাবের অমৃতসরে জোড়া ফটক এলাকায় দশেরা উৎসবের মূল আয়োজক ছিলেন স্থানীয় কাউন্সিলর পুত্র সৌরভ মদন। অনুষ্ঠান চলাকালীন দুর্ঘটনা পর থেকেই বেপাত্তা হয়েছেন তিনি। এখনও তাঁর খোঁজে তল্লাশি জারি রেখেছে পাঞ্জাব পুলিশ। এর মধ্যেই প্রকাশ্যে এল একটি সিসিটিভি ফুটেজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দশেরার দিন দুর্ঘটনার কিছুক্ষণ পরেই নিজের বাড়ি থেকে গাড়িতে করে পালাচ্ছেন সৌরভ মদন। পুলিশ জানিয়েছে, ফোনও অফ করে রেখেছেন তিনি।
জোড়া ফটক এলাকায় রেললাইনের পাশেই দশেরার দিন আয়োজিত হয়েছিল রাবণ দহনের অনুষ্ঠান। রামলীলা এবং রাবণ দহন দেখতে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। অনুষ্ঠান শুরুও হয়েছিল জমাটি ভাবেই। কিন্তু তারপরেই ঘটে দুর্ঘটনা। অনুষ্ঠান চলাকালীনই জলজ্যান্ত মানুষগুলোর উপর দিয়ে চলে গিয়েছে দ্রুত গতির ট্রেন। মৃত্যু হয়েছে অন্তত ৬১ জনের। আহত কমপক্ষে ৫০ জন।
এই ঘটনার পর থেকেই উত্তপ্ত অমৃতসরের জোড়া ফটক এলাকা। রবিবার সকাল থেকে দফায় দফায় পুলিশ-জনতা সংঘর্ষ হয় এলাকায়। স্থানীয় জনতা চিহ্নিত করে ফেলে দশেরা উৎসবের মূল উদ্যোক্তা সৌরভ মদনের বাড়ি। রবিবার সেখানেও চলে হামলা। উত্তেজিত জনতা ব্যাপক ভাবে ভাঙচুর করে সৌরভের বাড়ি। ভেঙে দেওয়া হয় জানলার কাঁচ। পুলিশ আটকাতে গেলে তাদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে উন্মত্ত জনতা।
এ দিকে সৌরভের দাবি ছিল, পুলিসের অনুমতি নিয়েই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। তবে রেল কর্তৃপক্ষকে কিছু জানাননি। অন্যদিকে সৌরভের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে পুরসভা। তাদের দাবি, এই ধরণের কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।
Be the first to comment