রেড রোডের বিসর্জন কার্নিভালে সবাইকে আসার আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love
রবিবার, পুলিশ কমেমোরেশন দিবস উপলক্ষে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানানোর পাশাপাশি, সামগ্রিক ভাবে সারা দেশের পুলিশেরই প্রশংসা করেন তিনি। দেশের সেবা করার জন্য তাঁদের অভিনন্দন জানান। টুইটে মমতা লিখেছেন, ‘উৎসব ও বিপর্যয়ে আমাদের নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ কঠিন পরিশ্রম করে। বাংলায় উৎসব সবে শেষ হয়েছে। এই উৎসবের মধ্যেও পুলিশ খুব ভাল কাজ করেছে। তাদের ধন্যবাদ।’
সূত্রের খবর, শনিবারই কলকাতার নগরপাল রাজীব কুমার ও রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থ একসঙ্গে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে এসে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করে গিয়েছেন। রবিবারও বিভিন্ন জেলা থেকে তৃণমূলের নেতা–কর্মীরা কালীঘাটে এসে দলনেত্রীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে যান। আসেন পার্থ চ্যাটার্জি, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক প্রমুখ। শনিবার থেকে শুরু করে রবিবার সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত কালীঘাটে নিজের বাড়িতে বিজয়া সারেন মমতা। নাড়ু ও মিষ্টি বিতরণ করা হয় সকলকে।
এর মধ্যেই মঙ্গলবার রেড রোডে বিসর্জনের কার্নিভাল। থাকবে শহরের ৭৫টি প্রতিমা। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী নিজেও।
তার পরেই নিজের বাড়ির কালী পুজো নিয়ে খানিকটা ব্যস্ত হবেন মন্ত্রী। আর এই উৎসব মরসুম শেষ হতে হতেই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। ইতিমধ্যেই নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, উৎসবের শেষেই কাজ শুরু করতে হবে। জানুয়ারিতে ব্রিগেডে সমাবেশ ডাকা হয়েছে, শুরু হবে তার প্রস্তুতিও। সূত্রের খবর, এই সভায় মমতা সব বিরোধী দলের নেতাদের আসার আমন্ত্রণ জানিয়েছেন। ইতিমধ্যে অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সমাবেশে থাকবেন বলে সম্মতি জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*