পাঁচ দিন খোলা থাকার পরে সোমবার রাত ১০টায় বন্ধ হচ্ছে শবরীমালা মন্দিরের দরজা। গত মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সব বয়সের মহিলারাই মন্দিরে ঢুকতে পারবেন। তার পরে ১৮ অক্টোবর প্রথমবার খোলে মন্দিরের দরজা। তারপরে গত চার দিনে ৫০ বছরের কমবয়সী নজন মহিলা মন্দিরে ঢোকার চেষ্টা করেছেন। কিন্তু বিক্ষোভকারীদের ভয়ে তাঁদের পিছিয়ে আসতে হয়েছে। রবিবার ৪৭ বছর বয়সী এক মহিলা মন্দিরে ঢুকতে গিয়ে ভক্তদের হাতে হেনস্থার শিকার হন। তাতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
ভক্তদের নিশানা হয়ে উঠতে পারে মিডিয়াও। শবরীমালা মন্দিরের অদূরে পম্বা অঞ্চল থেকে সাংবাদিকদের সরে যেতে বলেছে পুলিশ। মন্দির কর্তৃপক্ষ চিঠি দিয়ে সরকারকে জানিয়েছে, কোনও ঐতিহ্য ভাঙা হলে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে। অভিযোগ, ভক্তদের ভিড়ের মধ্যে রয়েছেন বিজেপি কর্মীরা। তাঁরা মহিলাদের ঢুকতে বাধা দিচ্ছে। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, অবিলম্বে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হোক। রাজ্য সরকার শবরীমালা বিতর্কে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করুক। অন্যদিকে কংগ্রেসের দাবি, সুপ্রিম কোর্টের রায় অস্বীকার করার জন্য কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স আনুক।
Be the first to comment