গত রবিবার উত্তরপ্রদেশের বিধান পরিষদের সভাপতি রমেশ যাদবের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁর ছেলে অভিজিৎ যাদবকে। পুলিশ তাঁর মা মিরা যাদবকে গ্রেফতার করে। দীর্ঘ জেরার মুখে ভেঙে পড়ে মিরা জানান, তিনিই রাগের মাথায় গলা টিপে খুন করেছেন ছেলেকে।
অভিজিতের বয়স ছিল ২৩। সে বিএসসি পার্ট টু-র ছাত্র ছিল। প্রাথমিকভাবে মনে হয়েছিল, সে হৃদরোগে মারা গিয়েছে। মিরা যাদব আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বলেছিলেন, শনিবার রাতে অভিজিৎ মদ খেয়ে বাড়ি ফেরে। সারা রাত সে বুকের যন্ত্রণায় ছটফট করছিল। তিনি ছেলের বুকে হাত বুলিয়ে দেন। অভিজিৎ রাতেই মারা গিয়েছে।
তার দেহ নিয়ে বাড়ির লোকজন শ্মশানের পথে রওনা হয়েছিল। এমন সময় পুলিশকে ফোন করে কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জানায়, অভিজিৎকে খুন করা হয়েছে। লখনউ পুলিশের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট কলানিধি নাইথানি মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে দেননি। দেহের সুরতহাল করে জানা যায়, অভিজিৎকে গলা টিপে মারা হয়েছে। মিরা ছেলের মৃত্যু নিয়ে নানা স্ববিরোধী কথা বলতে থাকেন। তাতেই পুলিশের সন্দেহ হয়।
Be the first to comment