মায়ের বিসর্জনের পরই আঁধার নেমে এল গাইঘাটা থানার চাঁদপাড়ার বাড়িটিতে। সপ্তমীর দিন পরিবারকে বিদায় জানিয়ে মানালির উদ্দেশে রওনা দিয়েছিলেন বিশ্বজিৎ দাস। রবিবার এল তাঁর মৃত্যুর খবর।
পুজোর ছুটিতে হিমাচল ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন দশ জনের একটি বাঙালি পর্যটকের দল। মৃত্যু হয়েছে গাইঘাটার বাসিন্দা বিশ্বজিৎ দাসের। গুরুতর জখম অবস্থায় বাকিরা ভর্তি হাসপাতালে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সপ্তমীর দিন কলকাতা থেকে মানালিতে পৌঁছয় ওই দল। গতকাল মানালি থেকে গাড়িতে চেপে রোটাংপাসের রাস্তা ধরেন তাঁরা। মাঝপথেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে যায় খাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিশ্বজিতের। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই খোঁজ মিলছে আরও এক পর্যটকের। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের মধ্যে কয়েকজনের নাম জানতে পেরেছে পুলিশ। তাঁরা হলেন— হিমানীশ দাস, শম্পা দাস, বুবাই দাস, মিঠুন বিশ্বাস, সুমন দাস ও টুকটুকি দাস। সুমন ও টুকটুকি বারাসতের বাসিন্দা। বাকিরা মধ্যমগ্রামের নন্দনকাননের।
বিশ্বজিতের পরিবার জানিয়েছে, লক্ষ্মীপুজোর পরই ফেরার কথা ছিল তাঁর। কিন্তু, তার আগেই সব ওলটপালট হয়ে গেল। দেহ উদ্ধারের জন্য মঙ্গলবারই মানালি রওনা দিচ্ছেন তাঁরা। বাকিদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করছে পুলিশ।
Be the first to comment