দুর্ঘটনার পর কেটে গেছে তিন দিন, তবে এখনও তার বীভৎসতা ভুলতে পারছেন না কেউই

Spread the love
অমৃতসরের দুর্ঘটনার পর তিন দিন কেটে গেলেও এখনও তার বীভৎসতা ভুলতে পারছেন না কেউই ৷ সেদিন দুর্ঘটনার সময় ৬১ মানুষের প্রাণ গেলেও কপালজোরে বেঁচে যায় এক শিশু ৷ ট্রেনে কাটা পড়বেন বুঝতে পেরে শেষমুহূ্র্তে নিজের কোলের শিশুকে এক ব্যক্তি ছুঁড়ে দেন রেললাইনের সামনে থাকা এক মহিলার কাছে ৷  শিশুসন্তানকে মাটিতে পড়ার আগেই লুফে নেন ওই মহিলা ৷
অমৃতসরের দুর্ঘটনা ৬০ জনের প্রাণ কেড়েছে। গাফিলতি কার তা নিয়ে এখন চলছে জোর বিতর্ক। এর মাঝেই এই ঘটনার কথা সামনে এসেছে ৷ যে মহিলা শিশুটিকে লুফে নেন, তাঁর নাম মীনা দেবী ৷ বয়স ৫৫ বছর ৷ তিনি নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ রাবণ দহনের সময় মীনা দেবী রেল ট্র্যাকের কাছেই ছিলেন। হঠাৎ ট্রেনের হেডলাইট চোখে পড়তেই তিনি সরে আসেন ৷ ট্র্যাকের মধ্যে কোলে শিশুকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন এক ভদ্রলোককে ৷ ট্রেন এত সামনে চলে এসেছে দেখে আতঙ্কে কিছু করেই উঠতে পারছিলেন না ওই ব্যক্তি ৷ কিন্তু মীনা দেবীকে লক্ষ্য করে কোলে থাকা শিশুকে ছুঁড়ে ফেলেন তিনি ৷ ট্রেন তাকে পিষে দিয়ে চলে গেলেও শিশুটিকে লুফে নেন মীনা দেবী ৷ মীনা দেবী বলছেন, ” চোখের সামনে দেখলাম বাচ্চাটা উড়ে আসছে। আমিও ঝাঁপ দিলাম। ভাবলাম ওকে বাঁচাতেই হবে। ও আমার কাছেই থেকে যাক, সেটা চাই আমি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*