বরুণ ভূজেলের মৃত্যুর বর্ষপূর্তিতে পাহাড়ে শহিদ দিবস পালনের ডাক দিলেন বিমল গুরুং

Bimal Gurung at Patlaybas , Darjeeling on Saturday, June 10, 2017. Express photo by Partha Paul. *** Local Caption *** Bimal Gurung at Patlaybas , Darjeeling on Saturday, June 10, 2017. Express photo by Partha Paul.
Spread the love
মোর্চা নেতা বরুণ ভূজেলের মৃত্যুর বর্ষপূর্তিতে পাহাড়ে শহিদ দিবস পালনের ডাক দিলেন বিমল গুরুং। আজ এক প্রেস বিবৃতিতে তিনি জানান, পাহাড়ে আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিলেন বরুণ। সেখানে কার্যত বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয়। তাই ২৫ অক্টোবর পাহাড়ে শহিদ দিবস পালন করা হবে।
আগামী বছর লোকসভা ভোট হবে, তা ধরে নিয়েই এখন পাহাড়ে সক্রিয় হতে চেষ্টা চালাচ্ছেন গুরুংপন্থীরা। পালটা চাপ বাড়াচ্ছে বিনয় শিবিরও। এই পরিস্থিতিতে বরুণের মৃত্যুকে সামনে রেখে শহিদ দিবস পালনের ডাক দিলেন গুরুং। কালিম্পং সহ পাহাড়ের মোর্চা কর্মী-সমর্থকদের কাছে দিনটি পালনের অনুরোধ জানান তিনি। তাঁর এই বার্তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাহাড়ে ছড়িয়ে দেওয়া হয়।
শহিদ দিবসকে কেন্দ্র করে পাহাড়ে গন্ডগোলের আশঙ্কা রয়েছে। তাই এখন থেকেই পদক্ষেপ নিচ্ছে পুলিশ। দার্জিলিঙের জেলাশাসক জয়শী দাশগুপ্ত জানান, অশান্তি সৃষ্টির চেষ্টা হলে কড়া হাতে তার মোকাবিলা করা হবে। কোথাও গায়ের জোরে বনধ বা অশান্তি বরদাস্ত করা হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*