রেড রোডে চলছে পুজো কার্নিভাল, শহর জুড়ে বাড়ছে যানজটের চাপ

Spread the love
রেড রোডে চলছে পুজো কার্নিভাল। বেলা গড়াতেই একে একে হাজির মোট ৭২টি পুজো কমিটি। চারিদিক দিয়ে একাধিক রাস্তা বন্ধ করে রঙিন মোড়কে রেড রোড। সকাল থেকেই রেড রোড সহ শহরের একাধিক রাস্তা বন্ধ। শহরের ব্যস্ততম খিদিরপুর  রোড ও হসপিটাল রোড বন্ধ রাখা হয়েছে। এর ফলে যানজটের চাপ বেড়েছে।
কে পি রোড বন্ধ থাকার ফলে ক্যাসুরিনা অ্যাভিনিউতে মারাত্মক যানজট। লাভারস লেনমুখী হসপিটাল রোড বন্ধ থাকায় এজেসি বোস রোড ক্রসিংয়ে চাপ বেড়েছে। এ ছাড়াও, রেড রোড, খিদিরপুর রোড পুরোপুরি বন্ধ থাকায় কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত যানজট থাকবে বলে জানা যাচ্ছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হয়েছে পুজো কার্নিভাল। তার আগে, দুপুর ২টো থেকেই রেড রোড, হসপিটাল রোড ও থিদিরপুর রোড বন্ধ করা হয়েছে।
সকাল থেকেই গোটা রেড রোডে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। নজরদারিতে বম্ব স্কোয়াডের কর্মীরাও। পাশাপাশি, অনুষ্ঠান চলাকালীন মোতায়েন করা হয়েছে বিশাল র‌্যাফ। কার্নিভালের মোট আসন সংখ্যা ২০ হাজার। তার মধ্যে বিদেশি পর্যটকদের জন্য সংরক্ষিত দেড় হাজার আসন। বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে উপচে পড়া ভিড় জমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*