এবার ফুটব্রিজে দুর্ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় সাঁতরাগাছি স্টেশনে দুর্ঘটনাটি ঘটে। আপ ও ডাউন লাইনে এক সঙ্গে ট্রেন ঢুকে পড়ায় যাত্রীদের মধ্যে তাড়াহুড়ো শুরু হয়ে যায়। যাত্রীরা ফুটব্রিজ দিয়ে দ্রুত পারাপারের চেষ্টা করেন। ভিড়ে ধস্তাধস্তি শুরু হয়। সেসময় পদপিষ্ট হয়ে দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। অনেকে আবার ব্রিজ থেকে পড়ে যান। অসমর্থিত সূত্রে খবর,পদপৃষ্ঠ হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয় কমপক্ষে প্রায় ৩৫ জন। নিহতের মধ্যে একটি শিশু, একজন পুরুষ, একজন মহিলা ছিলেন।
আগামিকাল লক্ষী পূজা। সেজন্য প্লাটফর্মে যাত্রীদের ভিড় বেশি ছিল। আহতদের রেলের হাসপাতালে এবং হাওড়া হাসাপাতালে পাঠানো হয়েছে। এদিকে মৃতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে এসে জানান, কিছু মানুষের গাফিলতির কারনেই এই দুর্ঘটনা ঘটেছে।
Be the first to comment