সাঁতরাগাছির ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের দায় কতটা, তা খতিয়ে দেখা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love
সাঁতরাগাছির দুর্ঘটনার সময়ই রেড রোডে জারি ছিল পুজো কার্নিভাল। ঘটনার কথা জানার পর কার্নিভাল শেষ হোতেই সাঁতরাগাছি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে যান ফিরহাদ হাকিম, সুরজিৎ কর পুরকায়স্থ এবং ডিজি বীরেন্দ্র।
মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ এবং গুরুতর আহতদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে একটি তদন্ত করা হবে। খতিয়ে দেখা হবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল। ভারতীয় রেলের পক্ষ থেকেও মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ, গুরুতর আহতদের জন্য ১ লক্ষ এবং বাকি আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
এ দিন ট্রেনের ঘোষণা বিভ্রাট প্রসঙ্গে খানিকটা উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “প্ল্যাটফর্ম চেঞ্জ করলে যাত্রীদের সবসময় একটা নূন্যতম সময় দেওয়া প্রয়োজন, যাতে তাঁরা সঠিক ভাবে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে পারেন। তার বদলে এভাবে তাড়াহুড়ো করে কেন ঘোষণা করল সেটা রেলই বলতে পারবে।”
মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশনের ফুটব্রিজ দুর্ঘটনার মতইন বড় আকার নিতে পারত সাঁতরাগাছির দুর্ঘটনা। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর এলফিনস্টোন ফুটব্রিজে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু হয়, আহত হন ৩৫। সেই সময় ওই ফুটব্রিজের জীর্ণ অবস্থাকে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়। সাঁতরাগাছির ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের দায় কতটা, তা খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*