টানা জঙ্গি অনুপ্রবেশ ও পাক সেনার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন চলছেই। বুধবার ভোর থেকেই নতুন করে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। শ্রীনগরের প্রত্যন্ত এলাকায় লুকিয়ে অনুপ্রবেশকারী কয়েকজন জঙ্গি।এখনও চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। ইতিমধ্যে সেনার গুলিতে থতম ২ জঙ্গি বলে থবর। শ্রীনগরের সুথু এলাকার নওগামে লুকিয়ে জঙ্গিরা। নওগাম এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনা।কাশ্মীর জুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা।
বুধবারই সীমান্তরেখা বরাবর ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী। জম্মু – কাশ্মীরের পুঞ্চ সেক্টরে লাইন অফ কন্ট্রোল বরাবর আক্রমণ চালায় পাক সেনা। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়ছে পুঞ্চ সেক্টরের ব্রিগেড হেডকোয়ার্টার লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে পাকিস্তানি সেনাবাহিনী। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এই ঘটনার দু’দিনে আগেই সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টর। সেখানে সীমান্তরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা করেছিল একদল জঙ্গি। প্রচুর অস্ত্রও ছিল তাঁদের সঙ্গে। যদিও সফল ভাবেই অনুপ্রবেশ রুখে দেয় ভারতীয় সেনাবাহিনী। জওয়ানদের গুলিয়ে নিকেশ হয় তিন সশস্ত্র জঙ্গি। তবে শহিদ হয়েছিলেন তিন সেনা জওয়ানও।দক্ষিণ কাশ্মীরের কুলগামে চলে গুলির লড়াই। যার জেরে বিস্ফোরণে প্রাণ হারান ৭ নীরিহ নাগরিক। ৭ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে কাশ্মীর বন্ধের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদীরা।
Be the first to comment