সিবিআইয়ের নতুন নামকরণ করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; পড়ুন বিস্তারিত!

Spread the love
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের নতুন নামকরণ করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলা ১১ টা ৪৮ মিনিটে ছোট্ট টুইটে মমতা লেখেন, “সিবিআই এখন বিবিআই (বিজেপি ব্যুরো অফ ইনভেস্টিগেশন)। দুর্ভাগ্যজনক…
এমনিতেই মমতা-সহ বাংলার শাসক দলের নেতারা যে কোনও মঞ্চ থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহারের অভিযোগ তুলতেন। এ বার মমতা সরাসরি সিবিআই-কে বিবিআই বলে দিলেন। তাও যখন আবার গোয়েন্দা সংস্থার গৃহযুদ্ধ চরমে।
অনেকেই বলছেন, সিবিআই-এ এমন যুদ্ধ নজিরবিহীন। দুই শীর্ষ অফিসারের এমন খুল্লামখুল্লা লড়াই অতীতে কেউ দেখেনি। শোরগোল পড়ে গিয়েছে দেশের রাজনৈতিক এবং আমলামহলে। কিছুটা বাধ্য হয়েই ডিরেক্টর অলোক বর্মা এবং স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে বাধ্যতামূল ছুটিতে পাঠিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। অন্তর্বর্তী সময়ে সিবিআই ডিরেক্টর করা হয়েছে তেলেগু আইপিএস এম নাগেশ্বর রাওকে। কিন্তু তাতেও যেন সেই আগুন নিভছে না।
প্রসঙ্গত, সারদা চিটফান্ড তদন্ত কেমন চলছে তা দেখার জন্য কয়েক মাস আগেই কলকাতায় এসেছিলেন রাকেশ আস্থানা। সেই সময় আস্থানা এসেছেন- আস্থানা এসেছেন বলে এমন রব তুলে দেওয়া হয়েছিল যে, অনেক শাসক দলের নেতাই কিঞ্চিৎ ঘাবড়ে গিয়েছিলেন। এই বুঝি না কাউকে আবার ডেকে পাঠায়! কিন্তু তারপরেই আস্থানার বিরুদ্ধে ঘুষের অভিযোগ সামনে চলে আসে। মঈন কুরেশি মামলায় নগদ নিয়ে তদন্ত থেকে এক ব্যবসায়ীকে রেহাই দেওয়ার অভিযোগ ওঠে। এবং সেই অভিযোগ তোলেন সিবিআই-এরই ডিরেক্টর অলোক বার্মা। আস্থানা ছিলেন গুজরাট ক্যাডারের আইপিএস। গোধরা কাণ্ডের স্পেশাল ইনভিস্টিগেশন টিম (সিট)-এরও মাথায় ছিলেন তিনি। কিন্তু মোদী আমেদাবাদের কুর্সি ছেড়ে দিল্লির মসনদে যেতেই আস্থানাকে বসিয়ে দেওয়া হয় সিবিআই-এর অস্থায়ী ডিরেক্টর করে। এরপর অলোক বর্মা ডিরেক্টর হলেও স্নেহভাজন অফিসারকে মোদী না সরিয়ে স্পেশাল ডিরেক্টর করে রেখে দেন বলে অভিযোগ করেন বিরোধীরা।
প্রসঙ্গত, মনমোহন সিং-এর দ্বিতীয় ইউপিএ সরকারের সময় একটি মামলায় দেশের শীর্ষ আদালত সিবিআই-কে ‘খাঁচাবন্দি তোতা পাখি’ বলে কটাক্ষ করেছিল। সেই সময় অনেক বিরোধী দলই সিবিআই-কে ব্যঙ্গ করে বলত, কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এ বার বিজেপি-কে টিপ্পনি কেটে মমতার নতুন নামকরণ বিবিআই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*