ওয়ান ডে-তে দ্রুততম ১০ হাজার রান সম্পূর্ণ করে শচীন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন কোহলি

Spread the love

বিরাট কোহলিকে থামানো যাচ্ছে না ৷ তাঁর স্বপ্নের ফর্ম অব্যাহত বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে-তেও ৷ বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা (৪) এবং শিখর ধাওয়ান (২৯)-এর উইকেট হারালেও ভারতের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে কোহলি-রায়ডু জুটি ৷ দু’জনেরই অর্ধশতরান সম্পূর্ণ ৷ ওয়ান ডে-তে এটি ৪৯তম হাফ-সেঞ্চুরি কোহলির ৷

বিরাট কোহলিকে এখন থামানো যাচ্ছে না ৷ মাঠে নামলেই এখন কোনও না কোনও রেকর্ড একেবারে বাধা ভারত অধিনায়কের ৷ বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে-তেও নতুন নজির গড়লেন ক্যাপ্টেন কোহলি ৷ ওয়ান ডে-তে দ্রুততম ১০ হাজার রান সম্পূর্ণ তাঁর ৷ ভাঙলেন নিজের আইডল সচিন তেন্ডুলকরের রেকর্ড ৷
২০০১ সালে একদিনের ক্রিকেটে ১০ হাজার রান করেন মাস্টার ব্লাস্টার ৷ এর ১৭ বছর পর ফের কোনও ভারতীয় ব্যাটসম্যান এই কীর্তি গড়লেন ৷ এবার কোহলি ছাপিয়ে গেলেন তেন্ডুলকরকেও ৷ সচিনের এই রেকর্ড গড়তে লেগেছিল ২৫৯টি ইনিংস ৷ সেসসময় তাঁর বয়স ছিল ২৭ বছর ৷ ২০০১ সালের ৩১ মার্চে ইনদওরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মাইলস্টোন ছুঁতে সফল হন মাস্টার ব্লাস্টার ৷ বিরাটের তাঁকে টপকে যেতে লাগল ২০৫টা ইনিংস ৷ অর্থাৎ সচিনের থেকে ৫৪টা ইনিংস কম খেলেই ওয়ান ডে-তে এই কীর্তি গড়তে সফল কিং কোহলি ৷ এই রেকর্ডের পাশাপাশি আরও একটি শতরানও সম্পূর্ণ বিরাটের ৷ ওয়ান ডে-তে ৩৭তম সেঞ্চুরি সম্পূর্ণ ভারত অধিনায়কের ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*