সি.বি.আই এর উচ্চ পদস্থ কার্যকর্তারা একে অন্যের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছেন, যা কোনোদিন এর আগে ঘটেনি তা ই ঘটে গেলো মোদী সরকারের আমলে; স্বাধীন সরকারী সংস্থাগুলোকে রাজনৈতিক কুক্ষিগত করার কুফল কী হতে পারে তারই প্রমাণ পেলেন দেশের মানুষ।
ঠিক যখন রাফেল চুক্তির বিষয়ে সিবিআই ডিরেক্টর অলক ভার্মা তথ্য- প্রমাণাদি সংগ্রহের কাজ শুরু করছিলেন, ঠিক সেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে সরিয়ে দেবার সিদ্ধান্ত কোন কারণে? সেটারও তদন্ত করে দেখার প্রয়োজন আছে বলে আমরা দাবি করি। বুধবার এক বিবৃতি প্রকাশ করেে একথাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
Be the first to comment