টার্গেট ৩২২ রান ৷ বিরাটের ওয়ান ডে-তে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ডের দিনেই দুর্দান্ত একটা ইনিংস খেলতে সফল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের অন্যতম ভরসা জোগায় শায় হোপ ৷ ১৩৪ বলে ১২৩ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকলেন তিনি ৷ শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ টাই করতেও সফল হোপ ৷ হোপের ব্যাট এদিন ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা জাগালেও ম্যাচের শেষ দিকে হঠাৎই বেশ কয়েকটা পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা ৷ সঙ্গীর অভাবে অস্বস্তিতে পড়েছিলেন হোপও ৷
৪৮ ও ৪৯তম ওভারে যথাক্রমে চাহাল এবং শামি আঁটোসাঁটো বল করার পর ম্যাচে জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল ভারত ৷ কারণ শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৪ রান ৷ কিন্তু উমেশ যাদব ক্যারিবিয়ানদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে ব্যর্থ ৷ নার্স (৫) আউট হওয়ার পরেও শেষ বলে পয়েন্টের উপর দিয়ে চার মেরে ম্যাচ টাই করতে সফল হোপ ৷
Be the first to comment