রিপোর্টার- মাসানুর রহমান
হাওড়া গ্রামীণ জেলার আমতার জয়পুরে এই গ্রামটি লক্ষীর গ্রান নামেই পরিচিত। কোজাগরী লক্ষী পুজোই এখানকার বিশেষ উৎসব। লক্ষী পুজোকে ঘরে এখানে বিশাল মানুষের সমাগম হয় এবং জাতি- বর্ণ- ধর্ম নির্বিশেষে সকল মানুষ এক উৎসবে মেতে ওঠে।
আজ এখানকার বিশেষ বিশেষ পুজোগুলির শুভ উদ্বোধন করলেন বিধায়ক পুলক রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ সমাজসেবী সুকান্ত পাল সহ অন্যান্য বিশিষ্ট অনেকে।
বর্তমানে খালনায় পুজো হয় প্রায় আড়াইশো থেকে তিনশোটি। যার মধ্যে বারোয়ারি পুজের সংখ্যা প্রায় পঞ্চাশের মতো।
Be the first to comment