উল্টোডাঙ্গার গৃহবধূ অর্চনা পালংদার খুনে এ বার গ্রেফতার হলেন অ্যাপ ক্যাবের চালক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিজয় যাদব। হাওড়া জেলার বালি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ইতিমধ্যেই বিজয়কে দফায় দফায় জেরা করা শুরু করেছে পুলিশ।
গত ৬ অক্টোবর, শনিবার ঝাড়খণ্ড থেকে আশিস যাদব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই আশিস ছিলেন নিউ মার্কেটের সেই হোটেলের কর্মী যেখানে খুন হয়েছিলেন অর্চনা। আশিসের বয়ানেই জানা যায়, ঘটনার দিন তুমুল তর্কাতর্কি হয় অর্চনা এবং তাঁর প্রেমিক বলরাম কেশরীর। এরপরেই অর্চনাকে খুন করেন বলরাম। নিজেও আত্মঘাতী হন। হোটেলের বদনামের ভয়ে দেহ লোপাট করেন হোটেলের কর্মীরা।
ধরা পড়ার পর আশিসকে জেরা করে বাইপাসের ধারে নোনাডাঙ্গা খাল থেকে বস্তাবন্দি একটি দেহ উদ্ধার করে পুলিশ। কম্বলে মোড়া ওই দেহে পচন ধরে গিয়েছে বলে জানিয়েছিল তারা। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, এই দেহটি অর্চনার আত্মঘাতী প্রেমিক বলরামের।
অন্যদিকে, আশিসকে জেরা করে উঠে এসেছিল আরও দুই হোটেল কর্মীর নাম। আশিস জানিয়েছিল, হরিহর মাহাতো এবং যদু প্রসাদ নামের দুই হোটেল কর্মী তাঁকে অর্চনা এবং বলরামের দেহ লোপাট করতে সাহায্য করেছিল। এই দুই হোটেল কর্মীর খোঁজ শুরু করেছিল পুলিশ। পাশাপাশি পুলিশ জানিয়েছিল, দেহ লোপাটে ব্যবহার করা হয়েছিল একটি অ্যাপ ক্যাব। সেই অ্যাপ ক্যাবের চালকের খোঁজেও তল্লাশি শুরু করেছিল পুলিশ। অবশেষে পুলিশের জালে পাকড়াও হলো ওই অ্যাপ ক্যাবের চালক বিজয় যাদব। পুলিশ জানিয়েছে, হোটেল ম্যানেজারের পূর্ব পরিচিত ছিল বিজয়। আর কে কে এই খুনের ঘটনায় জড়িত রয়েছে আপাতত বিজয়কে জেরা করে সেটাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, সিলভার স্ক্রিনের হাড়হিম করা থ্রিলারকেও হার মানিয়ে দিয়েছিল উল্টোডাঙ্গা গৃহবধূ অর্চনা পালংদারের খুনের ঘটনা। তদন্তে উঠে আসছিল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছিল, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অর্চনা। আর তার জেরেই খুন হতে হয়েছে উল্টোডাঙ্গার এই গৃহবধূকে।
বিশ্বকর্মা পুজোর দিন দুপুর বেলা মোবাইল সারানোর নাম করে উল্টোডাঙার বাড়ি থেকে বেরিয়েছিলেন অর্চনা। তারপর আর ফেরেননি। এর কয়েকদিন পর চৌবাগার আনন্দপুর পাম্পিং স্টেশনের সামনে থেকে উদ্ধার করা হয় অর্চনার পচাগলা বস্তাবন্দি দেহ।
Be the first to comment