আন্তর্জাতিক বাজারে কমলো অপরিশোধিত তেলের দাম। চাঙ্গা হয়েছে দেশের শেয়ার বাজার। দুয়ের ওপরে ভর দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে টাকা। বুধবার এক ধাক্কায় টাকার দাম বেড়েছে ৪১ পয়সা। এদিন তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে টাকার দাম । এর ফলে এক ডলারের দাম হয়েছিল ৭৩ টাকা ১৬ পয়সা।
আগামী ৪ নভেম্বর থেকে ইরানের ওপরে নিষেধাজ্ঞা জারি করছে আমেরিকা। তার ফলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ করতে পারবে না ইরান। তাই আগেভাগে তেল কেনার প্রবণতা বেড়েছিল। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল তেলের দাম। কিন্তু মঙ্গলবার সৌদি আরব ঘোষণা করেছে, ইরান থেকে তেল পাওয়া না গেলে বাজারে যে ঘাটতি দেখা যাবে, তারা বাড়তি তেল সরবরাহ করে সেই ঘাটতি পূরণ করবে। তার পরেই তেলের দাম কমে যায়। এর আগে তেল কেনার জন্য ডলারের চাহিদা যতদূর বেড়েছিল, তাও কমে যায় কিছু পরিমাণে। তার ফলে টাকার দাম বাড়ে।
পাশাপাশি বুধবার সেনসেক্স ১৮৭ পয়েন্ট বেড়ে ৩৪ হাজারে পৌঁছয়। নিফটিও ৭৭.৯৫ পয়েন্ট বেড়ে ১০২২৪. ৭৫-এ পৌঁছায়। বুধবার বন্ডের বাজারও ছিল চড়া।
Be the first to comment