বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে সিবিআই প্রধান অলোক বর্মাকে। অন্তর্বর্তীকালীন প্রধানের দায়িত্ব পেয়েছেন নাগেশ্বর রাও। তার মধ্যেই অপসারিত সিবিআই প্রধান অলোক বর্মার বাড়িতে নজরদারি চালানোর অভিযোগে গ্রেফতার করা হলো ৪ জনকে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে অলোক বর্মার বাড়ির বাইরে থেকে বাড়ির উপর নজর রাখতে দেখা যায় চার জনকে। একটা গাড়িতে করে ওই চারজন সেখানে এসেছিলেন। দু’জন গাড়িতে বসে থাকলেও বাকি দু’জন গাড়ি থেকে নেমে অলোক বর্মার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকেন।
সন্দেহভাজন দু’জনকে দেখতে পান অপসারিত সিবিআই প্রধানের বাড়ির নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে তাঁরা আটক করেন দু’জনকে। গাড়িতে বসে থাকা দুই ব্যক্তিকেও আটক করা হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে চার জনকে।
পুলিশ সূত্রে খবর, ওই চারজন নিজেদের ইনটেলিজেন্স ব্যুরো’র অফিসার বলে দাবি করেছেন। নিজেদের নামও নাকি বলেছেন তাঁরা। নিজেদের জুনিয়র ইনটেলিজেন্স অফিসার ধীরজ কুমার, জুনিয়র ইনটেলিজেন্স অফিসার অজয় কুমার, অ্যাসিস্ট্যান্ট কনটেন্ট অফিসার প্রশান্ত কুমার ও অ্যাসিস্ট্যান্ট কনটেন্ট অফিসার বিনীত কুমার বলে দাবি করেছেন ধৃতরা। যদিও দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক জানিয়েছেন, তাঁরা সত্যি কথা বলছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের কাছ থেকে ৩ টে মোবাইল ফোন ও একটা আই প্যাড উদ্ধার হয়েছে। কী উদ্দেশ্যে তাঁরা অলোক বর্মার বাড়িতে নজর রাখছিলেন সে বিষয়েও জেরা করছে পুলিশ।
Be the first to comment