দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদের; পড়ুন!

Spread the love
বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে পার্কে ভলি খেলছিলেন উত্তরপ্রদেশের চোপান পুরসভার চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ।  দুষ্কৃতীরা তাঁকে লক্ষ করে পিস্তল ও কার্বাইন থেকে গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইমতিয়াজ আহমেদের বয়স ছিল ৪০।  চোপান পুরসভা উত্তরপ্রদেশের শোনভদ্র জেলায় অবস্থিত। তিনি এদিন গ্রেওয়াল পার্কে ভলি খেলছিলেন। তিনজন তাঁকে লক্ষ করে গুলি চালায়। একজন গ্রেফতার হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*