ফের রক্ষী বিহীন এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা হলো শহরে। লুঠ করতে না পেরে এটিএমের সিসিটিভি ক্যামেরা নিয়ে পালাল দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটেছে ১৪৫ নম্বর বি কে পাল এভিনিউতে। কানাড়া ব্যাঙ্কের একটি এটিএম লুঠের চেষ্টা করা হয়। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা দেখতে পান, এটিএমটি ভাঙা। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে আসেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পুলিশ এসে দেখেন ভাঙার চেষ্টা করেও তা না পেরে সিসিটিভি খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
এর আগেও কলকাতায় নিরাপত্তারক্ষী বিহীন এবং অ্যান্টি-স্কিমিং ডিভাইস ছাড়া এটিএমগুলিকে টার্গেট করে গ্রাহকদের টাকা তুলে নিয়েছে সাইবার প্রতারকরা৷ তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে কয়েকটি এটিএমের সিসিটিভিও ঠিক মতো কাজ করছে না৷ এটিএমগুলির নিরাপত্তারক্ষী মোতায়েনের দায়িত্ব ব্যাঙ্ক কর্তৃপক্ষের৷ সাধারণ মানুষের অভিযোগ, শহরের নিরাপত্তারক্ষী বিহীন এটিএমগুলি কে চিন্হিত করছে দুষ্কৃতীরা৷ তারপরই সময় সুযোগ বুঝে কাজ সারছে ৷ বুধবার রাতেও দুষ্কৃতীরা নিরাপত্তারক্ষী বিহীন এটিএমটিকেই টার্গেট করে৷
তবে এত ঘটনার পরেও যে ব্যাঙ্ক কর্তৃপক্ষের হঁশ ফেরেনি, তা ফের একবার প্রমাণ হল বি কে পাল এভিনিউয়ের ঘটনায়৷ ফলে নিরাপত্তারক্ষী বিহীন এটিএম থেকে টাকা তুলতে ভয় পাচ্ছেন সাধারন মানুষ৷ এটিএম নিরাপত্তার বিষয় সচেতন না হলে জালিয়াতদের রোখা সম্ভব নয় বলে মনে করছে শহরবাসী৷ অনেকেই তাই এটিএম ছেড়ে ব্যাঙ্কে গিয়ে লেনদেন করছেন৷
Be the first to comment