আবারও উত্তপ্ত উপত্যকা, জঙ্গিদের গুলিতে মৃত্যু হলো এক পুলিশ অফিসারের; পড়ুন!

Spread the love
ফের উত্তপ্ত উপত্যকা। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে এক পুলিশ অফিসারের। বেশ কয়েকমাস ধরেই বারবার জঙ্গিদের নিশানায় ঝাঁঝারা হচ্ছেন পুলিশকর্মীরা। রবিবারও তেমনটাই হয়েছে দক্ষিণ কাশ্মীরে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ওয়াহিবাগে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন জম্মু ওকাশ্মীর পুলিশের সাব ইনস্পেকটর ইমতিয়াজ আহমেদ মীর। পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা লুকিয়ে ছিলেন ইমতিয়াজের গাড়িতেই। রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ইমতিয়াজের উপর গুলি চালায় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, ইমতিয়াজ মীর ছিলেন সোনবাগের বাসিন্দা। শ্রীনগরের অপরাধ দমন শাখায় নিযুক্ত ছিলেন তিনি। টুইট করে এসআই ইমতিয়াজ মীরের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে কাশ্মীর পুলিশ। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে জঙ্গিদের গুলিতে যে সব পুলিশের মৃত্যু হয়েছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সরব ছিলেন ইমতিয়াজ। পুলিশের অনুমান, সম্ভবত সেই কারণেই বেশ কিছুদিন ধরেই জঙ্গিদের নিশানায় ছিলেন এই এসআই। আর সুযোগ মিলতেই তাঁকে খতম করেছেন জঙ্গিরা। তবে এই ঘটনায় কে বা কারা যুক্ত তা এখনও জানতে পারেনি পুলিশ। কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*