গত কয়েক মাস ধরে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বেড়েছে। তার উপরে ডলারের সাপেক্ষে কমেছে টাকার দর। ফলে বাড়ছে তেল আমদানির খরচ। যে কারণে দেশে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। তবে, আমজনতাকে স্বস্তি দিতে সোমবার থেকে সামান্য কমল পেট্রল-ডিজেলের দাম।
দিল্লিতে ৩০ পয়সা কমে আজ লিটার প্রতি পেট্রলের দাম ৭৯.৭৫ টাকা। সামান্য সস্তা ডিজেলেও। ২০ পয়সা কমে বিটার প্রতি ডিজেলের দাম ৭৩.৮৫ টাকা। মুম্বই, কলকাতায় সব রাজ্যেই জ্বালানির দাম বেশ কিছুটা কমেছে ৷ মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম কমল ৩০ পয়সা ৷ প্রতি লিটার পেট্রোলের দাম ৮৫.২৪ টাকা ৷ অন্যদিকে, ডিজেলের দামও প্রতি লিটার কমল ২১ পয়সা ৷ ডিজেলের দাম প্রতি লিটার ৭৭.৪০ টাকা ৷ কলকাতায় এ দিন লিটার প্রতি পেট্রলের দাম ৮১.৬৩ টাকা।
তেল মন্ত্রকের পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেলের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ মাসের মধ্যে সেপ্টেম্বরেই প্রথম ডিজেলের চাহিদা কমেছে। ২০১৭ সালের ওই একই সময়ের তুলনায় তা কমেছে ০.৮%। পাশাপাশি, পেট্রলের চাহিদা এপ্রিল থেকেই ওঠানামা করছে। চাহিদায় প্রভাব ফেলেছে দাম বদ্ধিও।
সংশ্লিষ্ট মহলের দাবি, মাঝখানে কিছু দিন আন্তর্জাতিক দুনিয়ায় তেলের দর খানিকটা নেমেছিল। এই দাম ছাঁটাই হয়তো তারই জের। সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। দরজায় কড়া নাড়তে শুরু করেছে পরের লোকসভা নির্বাচনও। এই অবস্থায় পেট্রল, ডিজেলে আকাশছোঁয়া দাম নিয়ে আমজনতার ক্ষোভে কিছুটা হলেও প্রলেপ দিতে ৪ অক্টোবর পেট্রোপণ্য দু’টির দাম আড়াই টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু তার মধ্যেই পেট্রলের দাম লিটারে প্রায় এক টাকা ও ডিজেলের দর বেড়েছিল প্রায় দু’টাকা। এ বার সেই ক্ষতে সামান্য প্রলেপ দিতেই চড়া দরে সামান্য লাগাম পড়াল কেন্দ্র।
Be the first to comment