ফের খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল ঢাকার আদালত; পড়ুন!

Spread the love
দুর্নীতি মামলার পর ঘুষকাণ্ড। ফের খালেদা জিয়াকে কারাদণ্ডের নির্দেশ। ঘুষ মামলায় বিএনপি চেয়ারপার্সনকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল ঢাকার আদালত।
সোমবার খালেদা সহ মোট তিন জনের সাজা ঘোষণা করল আদালত। খালেদা সহ তিন অভিযুক্তেরই ৭ বছরের জেল, ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ। এর আগে অন্য একটি দুর্নীতি মামলার জেরে ৫ বছরের জেল হয় খালেদার। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই সেই শাস্তির মেয়াদ শুরু হয়। বন্দী অবস্থায় ফের ৭ বছরের জেল হল খালেদার।
২০১১ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। বাংলাদেশের অ্যান্টি কোরাপশন কমিশন সূত্রে খবর, ক্ষমতার অপপ্রয়োগ করে  প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ ৩ জনের বিরুদ্ধে ৩.৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ ওঠে। ২০১১ সালের ৮ অগাস্ট অ্যান্টি কোরাপশন কমিশন বা এসিসি তেজগাঁও পুলিশ স্টেশনে খালেদার ও তাঁর তিন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।২০১২ সালে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়, ২০১৩ সালে শুরু হয় বিচারপ্রক্রিয়া।
দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডের ৬ মাস কাটিয়েছেন খালেদা।অসুস্থ থাকায় বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে ভর্তি তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*