দমদম পার্কের রেশ কাটতে না কাটতেই ফের শ্যুটআউট। ব্যস্ত রাস্তায় দিনে-দুপুরে গুলি তৃণমূল কর্মীকে। টিটাগড়ের তালপুকুর মুচিপাড়া এলাকায় তৃণমূলের সতীশ মিশ্র নামে এক কর্মীকে গুলি করল দুষ্কৃতীরা। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে খুব সামনে থেকে তৃণমূল কর্মী সতীশ মিশ্রকে গুলি করে দুষ্কৃতীরা।বন্ধুদের সঙ্গে পাড়ারই কালী পুজোর মণ্ডপে আড্ডা দিচ্ছিলেন সতীশ। হঠাৎ সতীশের দিকে এগিয়ে আসে কয়েকজন দুষ্কৃতী, গুলি করেই চম্পট দেয়। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েন ২২ বছরের সতীশ মিশ্র। কলকাতার বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি সে। খুব কাছ থেকে গুলি চলায় সতীশের বাঁচার সম্ভাবনা কম। ঘটনায় কালা মুন্না ও ভোলা প্রসাদ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মোট চারজন সতীশের উপর হামলা চালায়। ভোলা ও মুন্নাকে ধরতে পারলেও বাকি ২ জনের খোঁজে চলছে তল্লাশি। এলাকবাসীদের দাবি, এলাকায় কুখ্যাত ভোলা প্রসাদ। ভোলা আর তার দলের তাণ্ডবে বেশ ক্ষুব্ধ মুচিপাড়াবাসী।সক্রিয় তৃণমূল কর্মী সতীশ, তাই রাজনৈতিক রোষে গুলি করা হয়েছে বলে অনুমান পুলিশের।
ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের দাবি স্থানীয় কাউন্সিলর মনীশ শুক্লা দু্ষ্কৃতীদের টার্গেট ছিল। তাঁকে না পেয়েই সতীশের উপর গুলি চালায় দুষ্কৃতীরা।
শনিবার, ২৭ অক্টোবর জনবহুল রাস্তায় একইভাবে গুলি করে খুন করা হয় প্রোমোটার শেখর রায়কে। লেকটাউন এলাকার দমদম পার্কের ঘটনায় উত্তেজনা ছড়ায়। ২ দিনের মধ্যে ফের শ্যুটআউট। ঘটনার পরই মুচিপাড়া এলাকায় ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।
Be the first to comment