উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়ে মধ্যপ্রদেশ সফর শুরু করলেন রাহুল গান্ধী; পড়ুন!

Spread the love
সোমবার উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়ে দুদিনের মধ্যপ্রদেশ সফর শুরু করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । তার পরে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা মন্তব্য করেন, রাহুল উপবীতধারী ব্রাহ্মণ । সঙ্গে সঙ্গে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেন, রাহুল মধ্যপ্রদেশে হিন্দু ভোট পাওয়ার জন্যই মন্দিরে গিয়েছেন ।
সম্বিত পাত্রের কথায়, ”আমরা জানতে পারলাম, রাহুল নাকি উপবীত ধারণ করেন। আমরা তাঁকে প্রশ্ন করতে চাই, আপনার গোত্র কী?”
ওমর আবদুল্লা পালটা টুইট করেন, রাহুলকে প্রশ্ন করা উচিত ছিল, আপনার কর্মসূচি কী, কৃষকদের জন্য কী করতে চান, মুদ্রাস্ফীতি কমানোর জন্য কী করবেন? এসব বাদ দিয়ে যদি তাঁর গোত্রই বড় হয়ে ওঠে, তা হলে ঈশ্বর আমাদের সাহায্য করুন।
ঠিক এক বছর আগে গুজরাতে ভোটের আগে রাহুল সোমনাথ মন্দিরে গিয়েছিলেন। সেবারও বিজেপি তাঁর সমালোচনা করে। তিনি জবাবে বলেন, আমি শিবভক্ত। সৎ পথে থাকি। বিজেপি যাই বলুক, আমি সৎ পথেই থাকব ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*