ছাত্র নেতা মাজিদ আনসারি ও দিনহাটার নিতাই দাস খুনের ঘটনাতেও সামনে এসেছে এই গোষ্ঠীবাজিই। দু’টি ঘটনায় নাম জড়িয়েছে যাঁদের, সেই মুন্না খান, প্রাক্তন টিএমসিপি সভাপতি সাবির সাহা চৌধুরী ও জয় ঘোষও জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ বলে অভিযোগ। পুলিশ মুন্না খানকে গ্রেফতার করলেও বাকি দু’জন অধরা। ফলে দলের নেতাদের ওপর ক্রমেই আস্থা কমছে সমর্থকদের। এ সবই জানেন দলের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরিস্থিতি আঁচ করে দীর্ঘদিন সুব্রত বক্সি তৃণমূলের কোচবিহার জেলার অবজার্ভার পদে থাকলেও নতুন করে এই পদে আনতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাতেও যে কাজ বিশেষ হয়েছে, তা মানতে নারাজ দলেরই কর্মী সমর্থকরা।
এ সব চলার মাঝেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিজেপি। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বিজেপির রথযাত্রা বের হবে কোচবিহার থেকে। মদনমোহন বাড়ির সামনে থেকে শুরু সেই রথযাত্রায় উপস্থিত থাকার কথা বিজেপির সভাপতি অমিত শার। এই পরিস্থিতিতেই তিন মাসের ব্যবধানে আজ আবার কোচবিহারে মুখ্যমন্ত্রী। দলের ক্ষত সারাতে তাঁর বার্তার দিকেই এখন তাকিয়ে গোটা জেলা।
Be the first to comment