দিল্লিতে পাঁচদিন পর খুলল স্কুল। সোমবার, মুখোশ পরে রাস্তায় বেরিয়েছেন দূষণে জেরবার দিল্লিবাসী। ধোঁয়াশার জেরে আজও বিঘ্নিত রেল পরিষেবা। বাতিল করা হয়েছে দশটি ট্রেন। দেরিতে চলছে সত্তরটি ট্রেন। পঁচিশটি ট্রেনের ছাড়ার সময়েও পরিবর্তন করা হয়েছে।
এদিকে, জোড়-বিজোড় নিয়ে সোমবার আবারও পরিবেশ আদালতের তোপের মুখে পড়ে কেজরিওয়াল সরকার। রিভিউ পিটিশন জমা দেওয়া নিয়ে সরকারের সমালোচনা করে আদালতের প্রশ্ন, সরকার আদালতের কাছে না এসে কেন সংবাদমাধ্যমকে আগে জানাচ্ছে? বিগত বেশ কিছু দিন ধরেই বিষাক্ত বাতাসে ভরে গিয়েছে দিল্লির আকাশ। অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। বাধ্য হয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল নেতৃত্বাধীন দিল্লির আম আদমি পার্টি সরকার।
অন্যদিকে, রাজধানী দিল্লির আকাশ বিষিয়ে ওঠা নিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। হিন্দি সিনেমার গানের কলি ধার করে কংগ্রেস সহ সভাপতি বলেন, সাহেব আপনি কি বলবেন, সব জেনেশুনেও কেন না জানার ভনিতা করছেন?
Be the first to comment