বাংলাদেশে ডিসেম্বর মাসের জাতীয় নির্বাচনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রার্থী হওয়ার আর কোনও সম্ভাবনা রইল না। একটি অনাথ আশ্রমের টাকা তছরুপ করার অভিযোগে গত ফেব্রুয়ারি মাস থেকে তিনি জেলে আছেন। হাইকোর্ট যদি সেই অভিযোগ নাকচ করে দিত, তাহলে জিয়া ভোট দাঁড়াতে পারতেন। কিন্তু সরকারি কৌঁসুলির কথা শুনে হাইকোর্ট মঙ্গলবার তাঁর জেলের মেয়াদ পাঁচবছর থেকে ১০ বছর করে দিয়েছে। এর প্রতিবাদে বিএনপির কর্মী-সমর্থকরা শীঘ্রই পথে নামবেন বলে জানিয়েছেন।
অনাথ আশ্রমের টাকা তছরুপ বাদে জিয়ার নামে আরও এক ডজন মামলা আছে। তার একটিতে সোমবারই তাঁকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত। তাঁর ছেলে তারেক রহমান ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভায় গ্রেনেড হামলায় প্রধান অভিযুক্ত। তিনি দেশ থেকে লন্ডনে পালিয়ে গিয়েছেন। আদালতে উপস্থিত না হলেও তাঁর বিচার হয়ে গিয়েছে। বিচারক তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
৭৩ বছরের জিয়া গত কয়েক মাস ধরে অসুস্থ। তাঁকে রাখা হয়েছে ব্রিটিশ আমলের একটি জেলে। সেখানে তিনি একাই বন্দি আছেন। তাঁর চিকিৎসক জানিয়েছেন, বাতে জিয়ার বাম হাতটি পঙ্গু হয়ে গিয়েছে। বিএনপির অভিযোগ, সরকার ইচ্ছা করেই তাদের নেত্রীকে অস্বাস্থ্যকর জায়গায় রেখেছে। ফেব্রুয়ারিতে তিনি যখন জেলে যান, বিএনপির সমর্থকরা বাংলাদেশের সবকটি বড় শহরে ব্যাপক বিক্ষোভ দেখায়। তাঁর জেলের মেয়াদ ডবল হওয়ার পরে ফের বাংলাদেশে বড় ধরনের অশান্তি সৃষ্টি হতে পারে বলে অনেকের আশঙ্কা।
Be the first to comment