তামিলনাড়ুতে জারি রয়েছে বৃষ্টির দাপট। চেন্নাই ছাড়াও উপকূলবর্তী জেলাগুলিতেও টানা বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত জনজীবন। ঘটনার জেরে সোমবার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে প্রশাসন। আবহাওয়া দফতর সুত্রে খবর, গত ২৪ ঘন্টায় চেন্নাইয়ের কাছে এন্নোরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আগামী দুদিনে অবশ্য বৃষ্টি কমবে বলে পূর্বাভাস। চেন্নাই, কাঞ্চীপুরম, তিরুভাল্লুর জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, গত ১০ নভেম্বর থেকে বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপটি সোমবার কিছুটা শক্তিশালী হয়েছে। তবে আগামী দুদিনে তা উত্তর দিকে সরে যাবে। এর প্রভাবে বৃষ্টি কিছুটা কমবে। তবে উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
Be the first to comment