সোমবার মধ্যপ্রদেশে এক ভাষণে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, পানামা পেপারসে নাম আছে মখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। সঙ্গে সঙ্গে শিবরাজ তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুমকি দেন। মঙ্গলবার রাহুল আগের অভিযোগ থেকে সরে এসে বলেন, বিজেপি নেতাদের নামে এত বেশি দুর্নীতির অভিযোগ যে মাঝে মাঝে গুলিয়ে যায়। একথা ঠিকই যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পানামা কেলেঙ্কারিতে জড়িত ছিলেন না। তিনি ই-টেন্ডারিং ও ব্যাপম কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন।
সোমবারের ভাষণে রাহুল সরাসরি শিবরাজের নাম বলেননি। মধ্যপ্রদেশে শিবরাজ মামাজি নামে পরিচিত। রাহুল ভাষণে বলেন, উধার চৌকিদার ইধার মামাজি। মামাজি কো যো বেটা হ্যায়, উসকা নাম পানামা পেপারস মে মিলতা হ্যায়। কয়েকঘন্টা বাদেই শিবরাজ অভিযোগ করেন, তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে রাহুল মিথ্যা অভিযোগ করেছেন। মধ্যপ্রদেশে বিজেপির মুখপাত্র রজনীশ আগরওয়াল বলেন, ওই অভিযোগ করে রাহুল নৈতিক অপরাধ করেছেন। তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, আমাদের দলের নেতারা স্থির করবেন।
Be the first to comment