অসমে বাঙালিদের আতঙ্ক যেন আরও কয়েক গুণ বেড়ে গেল।
গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়াম। সোমবার রাত। মেগা কনসার্টে গায়ক ছিলেন শান। আর উপচে পড়েছিল ভিড়। পরপর চারটে হিন্দি গানের পর পাঁচ নম্বর গানটা ধরেছিলেন বাংলায়। আর তাতেই ক্রুদ্ধ হলো জনতা। গায়ক শানের দিকে দর্শকাসন থেকে উড়ে এল ছোট ছোট ঢিল আর কাগজের গোলা। সঙ্গে উঠে দাঁড়িয়ে চিৎকার, “এটা বাংলা নয় অসম। এখানে বাংলা গান চলবে না।”
বিরক্ত শানকে মাইকেই বলতে শোনা গিয়েছে, “একজন শিল্পীর সঙ্গে এরকম করবেন না। সবেতে রাজনীতির রং দেবেন না।” পরে দুটি হিন্দি গান গেয়েই মঞ্চ থেকে নেমে যান শান। উদ্যোক্তারাও দুঃখপ্রকাশ করেন শানের কাছে।
জাতীয় নাগরিক পঞ্জিকরণ তো ছিলই। এরমধ্যে আবার যুক্ত হয়েছে ডি-ভোটারের আতঙ্ক। গত তিন দিন আগেই ডাউটফুল ভোটার তালিকায় নাম থাকায় আতঙ্কে আত্মঘাতী হয়েছেন সাইকেল মেকানিক দীপক দেবনাথ। উত্তর-পূর্বের এই রাজ্যের বাঙালিরা আতঙ্কে রয়েছে বলেই খবর। তারপর উপর আবার আলফা নেতাদের হুমকি, আতঙ্কের মাত্রাকে আরও বাড়িয়েছে। এর সঙ্গেই যুক্ত হয়েছে শানের বাংলা গানে ‘হামলা।’
Be the first to comment