২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওতে এক মসজিদের কাছে বিস্ফোরণে নিহত হন ছজন। আহত হন ১০০ জনের বেশি। ওই ঘটনায় মঙ্গলবার মুম্বইয়ে এনআইএ আদালতে লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত, সাধ্বী প্রাজ্ঞ সিং ঠাকুর ও আরও পাঁচজনের বিরুদ্ধে খুন, সন্ত্রাস ও আরও কয়েকটি অভিযোগে চার্জ গঠন করা হল। এর পরের শুনানি হবে ২ নভেম্বর।
সাতজনের বিরুদ্ধে ইউ এ পি এ-তে মামলা করা হয়েছে। অভিযুক্তরা আবেদন জানিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইন প্রযোজ্য নয়। এন আই এ কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। তাঁরা চার্জগঠন পিছিয়ে দেওয়ার জন্যও আবেদন জানিয়েছিলেন। বম্বে হাইকোর্ট সেই আবেদনও নাকচ করে দিয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত ও প্রজ্ঞা সিং ঠাকুর বাদে অপর যাঁদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে। বিচারপতি এস এস সিন্ধে ও বিচারপতি এ এস গাদকারির বেঞ্চে মামলার শুনানি হবে।
Be the first to comment