রিজার্ভ ব্যাঙ্কের কড়া সমালোচনা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি; পড়ুন!

Spread the love
গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর ভিরাল আচার্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি শিল্পপতিদের এক সমাবেশে বলেন, সরকার যদি রিজার্ভ ব্যাঙ্কের স্বশাসনে হস্তক্ষেপ করে, তাহলে বিপর্যয় ঘটবে। কার্যত তার পাল্টা হিসাবে মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের কঠোর সমালোচনা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর অভিযোগ, ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে ব্যাঙ্কগুলি বহু উল্টোপাল্টা লোককে ঋণ দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক কিছুই বলেনি। এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উৰ্জিত প্যাটেলের সঙ্গে বৈঠক করেন জেটলি। তখনই তিনি ওই কথা বলেন।
ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভলপমেন্টের বৈঠকে জেটলি ও উৰ্জিত প্যাটেল মুখোমুখি হন। সরকার রিজার্ভ ব্যাঙ্ককে বলে, নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলি এখন নগদের সমস্যায় পড়েছে।  এই সমস্যা যেন বাড়তে বাড়তে বিপজ্জনক জায়গায় না পৌঁছায়। রিজার্ভ ব্যাঙ্ক সরকারকে প্রতিশুতি দিয়েছে, আর্থিক বাজারের দিকে নজর রাখা হবে।
এর আগে সরকার রিজার্ভ ব্যাঙ্ককে বলেছিল, অন্যান্য ব্যাঙ্ককে ঋণ দেওয়ার সময় বেশি কড়াকড়ি যেন না করা হয়। তাতেই অসন্তুষ্ট হয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের কর্তারা।  তাঁদের মনে হয়েছিল, সরকার রিজার্ভ ব্যাঙ্কের স্বশাসনে হাত দিতে চায়। এর পর ভিরাল আচার্য যেভাবে সরকারের সমালোচনা করেছিলেন, তাতে প্রধানমন্ত্রীর দফতরের অফিসাররা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন বলে শোনা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*