বুধবার সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির আবরণ উন্মোচন করবেন মোদী, রাগে ফুঁসছেন আদিবাসীরা!

Spread the love
বুধবার গুজরাতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য তৈরি হচ্ছেন মূর্তির আশপাশের গ্রামের হাজার হাজার আদিবাসী।
সর্দার প্যাটেলের মূর্তির নাম দেওয়া হয়েছে স্ট্যাচু অব ইউনিটি। নর্মদা জেলার কাভাদিয়া অঞ্চলে ওই মূর্তি অবস্থিত। স্থানীয় আদিবাসী সংগঠনগুলির বক্তব্য, ওই মূর্তি বানানোর জন্য ৭৫ হাজার আদিবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন।  প্রফুল্ল বাসব নামে এক আদিবাসী নেতা বলেন, ওই মূর্তি বানাতে ৭২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মূর্তির আবরণ উন্মোচন করার দিন ওই সব গ্রামে শোক পালন করা হবে। একটি বাড়িতেও রান্না হবে না। ৩১ অক্টোবর উত্তর গুজরাতের বানসকান্থা থেকে দক্ষিণ গুজরাতে ডাং জেলা পর্যন্ত প্রতিটি স্কুল-কলেজ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আদিবাসীরা বহুদিন ধরেই অভিযোগ করছেন, নর্মদা নদীর ওপরে সর্দার সরোবর বাঁধ, স্ট্যাচু অব ইউনিটি এবং পর্যটনশিল্পের জন্য যে প্রকল্পগুলি রূপায়ণ করা হয়েছে, তাতে আদিবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাসব বলেন, সর্দার প্যাটেলকে আমরাও শ্রদ্ধা করি। সরকারের উন্নয়নের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই।  কিন্তু উন্নয়ন প্রকল্পগুলি আদিবাসীদের বিরোধী।
গারুদেশ্বরের বাসিন্দা রমেশভাই বলেছেন, মূর্তি তৈরির জন্য আমাদের জমি নেওয়া হয়েছে।  বিনিময়ে দেওয়া হয়েছে টাকা। কিন্তু বিকল্প জমি বা চাকরি দেওয়া হয়নি।  সেজন্য অনেকে টাকাও নিতে অস্বীকার করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*